ফটিকছড়ি প্রতিনিধি ॥ হাটহাজারী উপজেলার ছিপাতলীতে রবিবার দেখা মিলেছে বিরল প্রজাতির একটি গন্ধ গোকুলের। খবর পেয়ে বন বিভাগ হাটহাজারীর রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে উপজেলার ৮নং ছিপাতলী জালাল মেম্বারের বসত বাড়ি থেকে গন্ধ গোকুলটি উদ্ধার করা হয়।বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিরল প্রজাতির গন্ধ গোকুলটি দীর্ঘদিন ধরে ৮নং ছিপাতলী জালাল মেম্বারের বসত বাড়িতে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে।পরে বিষয়টি স্থানীয় ও বন বিভাগকে অবহিত করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গন্ধ গোকুলটি উদ্ধার করেন। পরে রেঞ্জ এর আওতায়ধীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।