চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরখা পেচিয়ে সাথী আক্তার(৩০) নামে নারীর মৃত্যু হয়েছে।সোমবার (৬ জুন) সকালে হাজীগঞ্জ উপজলার ৯ নং গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের তারালীয়া কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী মালীগাঁও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। নিহত সাথী আক্তার একই গ্রামের পশ্চিম রাজ বাড়ির বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমদ জানান, সকালে ওই গ্রামের পারভেজ নামে তার আত্মীয়ের সাথে মোটারসাইকেলের পিচনের সিটে বসে স্থানীয় ওয়ারুক বাজারে ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে তার বোরখা পেচিয়ে মাটিতে লুটিয়ে পয়ে পড়ে এবং ঘটনাস্থল তার মৃত্যু হয়।হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চত করে বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।