উইন্ডসর ক্যাসেল হলো বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের একটি রাজকীয় বাসভবন। এটি দৃঢ়ভাবে বৃটিশ রাজপরিবারের সঙ্গে যুক্ত।১৪ শতকে দুর্গটি নির্মাণ করেন রাজা তৃতীয় এডওয়ার্ড।
উইন্ডসর ক্যাসেলের ভিজিটর অপারেশনস ডিরেক্টর সাইমন ম্যাপলস বলেন, রাজা বহু বছর ধরে ‘ধর্মীয় বৈচিত্র্যকে সমর্থন এবং আন্তঃধর্মীয় কথোপকথনকে উৎসাহিত করে আসছে।’
একজন অংশগ্রহণকারী বিবিসিকে বলেছেন, ‘এটি একটি আশ্চর্যজনক পরিবেশ।সত্যি এই দৃশ্য বাস্তব বলে মনে হচ্ছে না।’
উইন্ড ক্যাসেলের ভেতরে ইফতারের সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন রমজান টেন্ট প্রজেক্টের নির্বাহী পরিচালক ওমর সালাহ।
সূত্র: বিবিসি
- Advertisement -