(বীরগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষক পদক ২০২২ প্রতিযোগীতায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলাহিলি ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ মহিদুল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা পদক ২০২২ এর উপজেলা বাচাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সভাপতিত্বে বাছাই কমিটি তাকে নির্বাচিত করেন। তিনি হাকিমপুুর উপজেলার একমাত্র জেলা অ্যাম্বাসেডর,করোনা মহামারির সময়ে তিনি অন-লাইনে হাকিমপুরে ও অনলাইন প্রাইমারি স্কুল, দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল, সারা বাংলা অন-লাইন প্রাইমারি স্কুলে নিয়মিত ক্লাস নিতেন। জুম প্লাটফর্মে, ফেসবুক লাইফ, ক্লাস সহ গুগল মিটে ৪ শতাধিক ক্লাস তিনি নিয়েছেন। তিনি একজন গনিত অলিম্পিয়ার্ড মাস্টার ট্রেনার। এছাড়া তিনি কাব স্কাউটিং স্বেচ্ছাসেবকমূলক কাছে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন । আগামী ২০ সেপ্টেম্বর তিনি দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষক প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন। তিনি সকলের দোয়া প্রার্থী।