হাইকোর্টের বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ গ্রহণ: দুই কর্মচারী আটক

0

ষ্টাফ রিপোর্টার : হাইকোর্ট বিভাগের এক বিচারপতির নাম ব্যবহার করে ঘুষ আদায়ের অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।

 

- Advertisement -

হাইকোর্ট কর্তৃপক্ষ জানায়, মো. রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪) নামে দুই কর্মচারীকে বিচারপতির নাম ব্যবহার করে নয় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার আটক করা হয়। আটক করার পর তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

 

শাহবাগ থানার এসআই আরিফ জানান, অভিযুক্ত দুজনকে রাত ৯টার দিকে হাইকোর্ট থেকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। হাইকোর্ট কর্তৃপক্ষ প্রথমে তাদের আটক করে রাখে এবং পরে থানায় খবর দেয়।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.