বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের মোংলায় হাঁস-মুরগির খামার থেকে একটি বিশাল বড় অজগর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বন বিভাগের সদস্যরা মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা-কাটাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের বাড়ির খামার থেকে ওই অজগরটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার রাতের কোনো এক সময় অজগরটি খামারে ঢুকে পড়ে। অজগরটি তিনটি মুরগি ও একটি হাঁস খেয়ে ফেলে।উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। অজগরটির দৈর্ঘ ১৫ ফুট এবং ওজন ২৭ কেজি। পুরুষ প্রজাতির ওই অজগরটির বয়স ১০ থেকে ১২ বছর বলে বন কর্মকর্তা জানান।সুন্দরবন পূর্ব বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান আলী জানান, খবর পেয়ে তারা ওই খামার থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে আসে। পরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বড়ইতলা এলাকায় অগরটি অবমুক্ত করা হয়।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, গত ৬ মাসে সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে অর্ধশতাধিক অজগর উদ্ধার করা হয়েছে। এসব অজগর সুন্দরবন ছেড়ে নদী-খাল পাড়ি দিয়ে বনসংলগ্ন লোকালয়ে যায়। তারা খবর পেয়ে অক্ষত অবস্থায় অজগরগুলোকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।