বিশেষ প্রতিবেদক ঃ ছাত্র-জনতার ওপর গুলি, হত্যা, আহত-নিহতের তথ্য চেয়ে সারাদেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থানসহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এ চিঠি দেওয়া হবে। সোমবার তদন্ত সংস্থার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের হাতে যারা নিহত হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করতে আমরা চিঠি ইস্যু করবো।আজকে দুপুরে চিফ প্রসিকিউটরের সংবাদ সম্মেলনের পর থেকেই আমরা চিঠি দেওয়া শুরু করবো।উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ চারজন প্রসিকিউর নিয়োগ দেওয়া হয়।নিয়োগ পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন রবিবার (৮ আগস্ট) থেকে।
Next Post