LastNews24.com
At last news on first everyday everytime

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সভা

0

লক্ষ্মীপুর প্রতিনিধি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আহমদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. জাকির হোসেন প্রমুখ।এসময় নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ খাদ্য সনাক্তকরণ করা, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বাছাই করা। ব্যবসা বানিজ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করাসহ সব ধরনের খাদ্য সচেতন হওয়ার আহবান জানান উপস্থিত অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা প্রেসক্লাব সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.