বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাপুরের বীরগঞ্জ উপজেলার ফেনাপুকুর গ্রামকে স্মার্ট ইকো ভিলেজ ঘোষণা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।১৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে উপজেলার সুজালপুর ইউনিয়নের ফেনাপুকুর গ্রামকে স্মার্ট ইকো ভিলেজ ঘোষনা করা হয়েছে।অনুষ্ঠানে শুরুতে ফলক উন্মোচন ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম ও বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার।পরে স্মার্ট ইকো ভিলেজ কমিটির সভাপতি পুরবী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃশরিফুল ইসলাম, এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বঙিকম চন্দ্র,ইউপি সদস্য তহিদুল ইসলাম,প্রমুখ।এ ব্যাপারে প্রোগ্রাম অফিসার সাধন দাস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ “র্স্মাট ইকো ভিলেজ” নামে একটি নতুন পদ্ধতির বাস্তবায়ন করছে যার লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষার জন্য এলাকার জনগনের সক্ষমতা জোরদার করা, পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানো বা অপসরন করা,কৃষকদের জীবিকায়নে বৈচিত্র্য আনা এবং খাদ্যে আরও পুষ্টি যোগ করা, টেকসই কৃষি উৎপাদন, আয় বাড়ানো এবং এলাকার জনগনকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং পুষ্টি বিষয়ে সক্ষম করা।তারইধারাবাহিকতায় স্মার্ট ইকো ভিলেজ গঠনের উপর ১৫টি সূচক রয়েছে যার মধ্যে ফেনাপুকুর গ্রামে মোট ১৯৭ টি পরিবার রয়েছে অধিকাংশ পরিবার এই ১০টি সূচক অর্জন করেছে। ফলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সকলের সহযোগিতা এই গ্রামটিকে স্মার্ট ইকো ভিলেজ ঘোষনা কর হয়।গ্রামের বাসিন্দা জানান, আমাদের গ্রামের সব কিছু পরিবর্তন হয়েছে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের ফলে এলাকায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে কারণ আমাদের পরিত্যক্ত জায়গা গুলোতে আমরা এখন বিষমুক্ত বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করছি পরিবারের পুষ্টির চাহিদা পুরন করছি এবং পরিবারে কোন সবজি ঘাটতি নেই।পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম স্মার্ট ইকো ভিলেজ পরিদর্শন করে বলেন,ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ ফলে কৃষকের কারিগরি জ্ঞান দক্ষতা বৃদ্ধির পাচ্ছে ফলে কৃষকরা সচেতন হচ্ছে এবং বাড়ি উঠানে অল্প জায়গায় বিভিন্ন প্রকার বিষমুক্ত শাকসবজি উৎপাদন করছে এটা একটা ভালো উদ্যোগ এজন্য ওয়ার্ল্ড ভিশনকে সাধুবাদ জানাই।
Next Post