স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে খালেদা জিয়া

রাজনীতি ডেস্কঃ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে বের হন তিনি। হাসপাতালে পৌঁছান রাত পৌনে ৮টায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়া গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ৬ মে ঢাকায় ফেরেন। লন্ডনে ১১৭ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করেন খালেদা জিয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.