স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের পাইপ ও অক্সিজেন মিটার চুরি গ্রেফতার-১

0

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের পাইপ ও অক্সিজেন মিটার চুরির সময় জাহাঙ্গীর মীর (৩০) নামের এক যুবকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত জাহাঙ্গীর উপজেলার ধাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সৈয়দ আঃ ছত্তারের পুত্র। হাসপাতালের নাইটগার্ড সোহাগ জানান, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে দোতালার লাইট বন্ধ দেখে আমি সেখানে যাই। যেয়ে দেখি অন্ধকারে একজন লোক সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের পাইপ ভেঙ্গে টুকরো টুকরো করছে। আমি এ্যাম্বুলেন্সের ড্রাইবারসহ অনেকে ডেকে নিয়ে চোরকে আটক করি। এসময় তার সঙ্গে থাকা ব্যাগে সেলাই রেন্জ, প্লাসসহ পাই কাটার বিভিন্ন সরঞ্জম পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকে নিয়ে যান। ভাÐারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, চুরির ঘটনায় পূর্বে একটি মামলা ছিল। সেই মামলায় জাহাঙ্গীর মীর নামের একজনকে গ্রেফতার করে কোর্ট প্রেরণ করা হয়েছে। এর সাথে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.