স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত ও বিচারকার্য সম্পন্ন হলে শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হবেন – গোলাম মোহাম্মদ কাদের

0

বিশেষ প্রতিবেদকঃ  শহীদ সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার শহীদ সেনা দিবস ঘোষণা করে আমাদের অন্তরের দাবি পূরণ করেছে। যথাযথ মর্যাদায় দিনটি পালিত হবে এটাই আমাদের প্রত্যাশা। বিডিআর হত্যাকান্ডের তদন্ত ও বিচার কাজ নিয়ে শহীদ পরিবারের মাঝে আস্থার অভাব ছিলো। বর্তমান সরকার পুনরায় তদন্ত করছে, আমরা আশা করছি সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে তদন্ত ও বিচার কাজ হবে। আজ সকালে জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ এবং দোয়া মুনাজাত করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যম কর্মীদের একথা বলেন।

- Advertisement -

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, এখন একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হয়েছে। যেমন, বিগত সরকার যেগুলো ভালো বলেছে এখন তাকে খারাপ বলা হচ্ছে। তখন যেগুলো খারাপ বলা হয়েছে, এখন তাকে ভালো বলা হচ্ছে। বিগত সরকার যেটাকে হ্যাঁ বলেছে, বর্তমানে তাকে না বলা হচ্ছে। বিগত সরকার যেটাকে না বলেছে, এখন সেটাকে হ্যাঁ বলা হচ্ছে, ঢালাওভাবে। স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত ও বিচারকার্য সম্পন্ন হলে শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হবেন বলে মনে করি। তিনি বলেন, আমিও শহীদ পরিবারের সদস্য বলা যায়। আমার ভাগ্নে (বোনের ছেলে) শহীদ কর্নেল কুদরত-ই-এলাহী রহমান শফিক। ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার সময় হয়েছিলো, সে মর্মান্তিক হত্যাযজ্ঞে শহীদ হয়েছে। আমার সেই প্রিয় ভাগ্নের জন্য সব সময় অন্তরে ব্যাথা অনুভব করি। শহীদ পরিবারের মনোযন্ত্রণা যাতে লাঘব হয় সেলক্ষ্যে সবাই কাজ করবেন এ প্রত্যাশা করছি।
###
আবদুল্লাহ আল নোমান ছিলেন নিরেট ভদ্রলোক – গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি – ২০২৫।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শোক সন্তপ্ত পরিবার ও তাঁর শোকার্ত রাজনৈতিক অনুসারীদের সমবেদনা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত আবদুল্লাহ আল নেমান নিছেন নিরেট ভদ্রলোক। সদালাপী মানুষটি অমায়িক ব্যবহারে সবাইকে মুগ্ধ করতেন। মহান আল্লাহ্ যেনো তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শ্রদ্ধা নিবেদন এর সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, মোঃ হেলাল উদ্দিন, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, দফতর সম্পাদক মাহমুদ আলম, এমএ রাজ্জাক খান, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত, মটর শ্রমিক পার্টির সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, জাতীয় ছাত্র সমাজ এর আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব মোঃ আরিফ আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রেজা।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.