বিশেষ প্রতিনিধি স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। এতে উল্লাসিত যাত্রী-চালকসহ সর্বস্তরের মানুষ।রাত থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে ছিল গাড়ির দীর্ঘ সারি।
রবিবার (২৬ জুন) সকাল ৬টা থেকেই পদ্মা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে।আর্থিক, প্রকৌশল এবং রাজনৈতিক ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে দীর্ঘতম সেতুটি উদ্বোধনের ফলে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের। শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন।