স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

0

নাটোর প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে স্ত্রী রিনা খাতুনকে (২০) হত্যার দায়ে স্বামী রনি মোল্লাকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা নিহতের মাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মুহাম্মদ আব্দুর রহিম আজ বুধবার দুপুরে এ রায় দেন। এ সময় আসামি আদালতে ছিলেন। দণ্ডপ্রাপ্ত রনি গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা।

আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নিয়মিত নির্যাতন করত রনি। টাকার জন্য ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর নিজ বাড়িতে রিনাকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করে পাষণ্ড স্বামী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রিনার মৃত্যু হয় তার। এ ঘটনায় রিনার বাবা মফিজ উদ্দিন মামলা করেন।

সেই মামলায় রনিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.