LastNews24
Online News Paper In Bangladesh

স্কাউট ও স্কাউটারদের মান উন্নয়নে কনটেন্ট রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

0
দিনাজপুর প্রতিনিধি :বাংলাদেশ স্কাউটস জনসংযোগ ও মার্কেটিং বিভাগের আয়োজনে জাতীয় কনটেন্ট রাইটিং টিমের সহযোগীতায় দিনব্যাপী “কনটেন্ট রাইটিং ওয়ার্কশপ” এর আয়োজন করা হয়েছে । রোভার স্কাউট ও তরুণ  স্কাউটারদের লেখার মান উন্নয়ন এবং সংবাদ লেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন। আজ (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ওয়ার্কশপটির উদ্বোধন হয় বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতরের শামস হলে ।
উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) সাফিনা রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক, বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান, জনসংযোগ ও মার্কেটিং বিভাগের পরিচালক এ এইচ এম শামসুল আজাদ। জাতীয় পিআরএম কনটেন্ট রাইটিং টিমের টিম কো-অর্ডিনেটর জন্মজয় কুমার দাশ, ডেপুটি কো অর্ডিনেটর এম এইচ মুন্না সহ কনটেন্ট টিমের সহকারী কো অর্ডিনেটরবৃন্দ।অংশগ্রহণকারী রোভারদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাফিনা রহমান বলেন, “আমি যদি জীবনে তোমাদের মত এরকম সুযোগ পেতাম তাহলে আরও অনেকদূর এগিয়ে যেতাম! তোমাদের অনেক অনেক অভিবাদন । জীবনে এমন সুযোগ পেয়েছ এবং তা ব্যবহার করছ। একটা মানুষের ব্যক্তিত্বের ও সৃজনশীলতার বিকাশ ঘটে যখন তার লেখার মাধ্যমে মানুষের হৃদয় ছুঁয়ে যায়।”
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “রোভার স্কাউটরা সাধারণ তরুণদের থেকে ব্যতিক্রম তার অনন্য উদাহরণ হচ্ছে আমার সামনে থাকা সকল অংশগ্রহণকারী। কেননা প্রত্যেকেই আলাদা আলাদা বিভোগের হওয়া সত্বেও নতুন নতুন বিষয়ে জানার আগ্রহের উদাহরণ অনন্য।”দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোভার ও তরুণ লিডারসহ ৫০ জন ওয়ার্কশপটিতে অংশ নিয়েছেন । ওয়ার্কশপে সংবাদ লিখন ও তার কৌশল, ফিচার, প্রেস রিলিজ, বাণী লিখা এবং উপস্থাপনা, সাময়িকী, ক্রোড়পত্র, ম্যাগাজিন, স্মরনীকা, বুলেটিন সহ ইত্যাদি বিষয়ে সেশন নেয়া হয় ৷ ওয়ার্কশপ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদ পত্র ও  বই প্রদান করা হয়।

About Author

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More