সৌদি প্রো লিগ: হতাশার ড্রয়ে মৌসুম শুরু আল নাসরের

0
খেলাধুলা ডেস্ক                সৌদি প্রো লিগে নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না আল নাসরের। আল রাইদের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর পা থেকে জয়সূচক গোলটি এসেছিল বটে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভিএআর।আল আওয়াল স্টেডিয়ামে ৩৪ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। বাঁ পাশ থেকে সাদিও মানের ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান তিনি। সৌদি প্রো লিগে সবমিলিয়ে ৪৮ ম্যাচে এটি তার ৫০তম গোল। প্রিমিয়ার লিগ, লা লিগা আর সিরি আ’র পর চতুর্থ লিগে ন্যূনতম ৫০ গোল করার কীর্তি গড়লেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।গত মৌসুমে টেবিলের ১২’তে থেকে শেষ করা আল রাইদ দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায়। পেনাল্টির সুযোগ পেয়ে সেখান থেকে গোল মোহাম্মদ ফউজাইর। ৭৫ মিনিটে আল নাসরকে ফের এগিয়ে দেন রোনালদো। কিন্তু এবার ভিএআরের কারণে জানা যায় অফসাইডে ছিলেন তিনি। যোগ করা সময়ে পেনাল্টি না পাওয়ায় আরও ক্ষুব্ধ হন রোনালদোরা। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।আল নাসরের হয়ে এখনো পর্যন্ত কোনো ট্রফির দেখা পাননি রোনালদো। গত শনিবার সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে হেরেছে তার দল। এরপর লিগও শুরু করতে পারেনি ভালোভাবে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.