ষ্টাফ রিপোর্টার/- সোমবার রাত ১টা ৪৩ মিনিট ২০ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে।এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৩৪ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের নংস্টাইনে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪ রিখটার স্কেল। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় মৃদু এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে এই হালকা ভূমিকম্প বাংলাদেশে অনুভূত হয়েছে- এমন খবর আমাদের কোনো অফিস থেকে জানানো হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, সারাদেশে আমাদের ১০টা স্টেশন রয়েছে। বাংলাদেশে যদি ভূমিকম্প অনুভূত হয়, তাহলে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরকে সেসব স্টেশন থেকে জানায়।
এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়া সহকারী ফাহিম হুসাইন বলেন, সিলেট থেকে সোজা উত্তরে মেঘালয় রাজ্যের নংস্টাইনে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে এর দূরুত্ব ছিল ২৩৪ কিলোমিটার।