সেভিয়ার বিপক্ষে ভিনিসিউসকে পাবে না রিয়াল

0

খেলাধুলা ডেস্কঃ চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। কার্ডের খাঁড়ায় লা লিগায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

- Advertisement -

লিগে শনিবার রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে দ্বিতীয়ার্ধে ভিনিসিউসকে বদলি নামান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ৭৪তম মিনিটে প্রতিপক্ষের বক্সের দাগের কাছে এই তারকা ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করে রেয়ালের খেলোয়াড়রা। পেনাল্টি না দিয়ে শুধু ফ্রি-কিক দেওয়ায় রেফারির সামনে ছুটে গিয়ে ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে প্রতিবাদ জানান ভিনিসিউস। তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

এবারের আসরে ভিনিসিউসের পঞ্চম হলুদ কার্ড এটি। নিয়ম অনুযায়ী তাই পরের লিগ ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। আগামী রবিবার ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে বুধবার কাতারের দোহায় মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে ভিনিসিউসের খেলতে কোনও বাধা নেই।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.