LastNews24.com
At last news on first everyday everytime

সেবার নামে অনেক হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে

0

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় এক চিকিৎসক, হাসপাতাল মালিকসহ চারজনকে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় চার আসামির করা আগাম জামিনের আবেদন খারিজ করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশিরউল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

এ সময় আদালত বলেন, দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসায় ইদানীং রোগী মৃত্যুর ঘটনা বাড়ছে। এ ধরনের অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই।আদালত আরও বলেন, চিকিৎসাসেবার নামে অনেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে। সেবার পরিবর্তে তারা অর্থের পেছনে ছুটছে। তাছাড়া সরকারি হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে রোগী ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে।

গত ৯ সেপ্টেম্বর রহিমা আক্তার পেটে টিউমার নিয়ে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে আসেন। এ সময় স্বজনকে ভুল বুঝিয়ে স্বল্প খরচে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে সেখান থেকে নিয়ে রহিমাকে হবিগঞ্জের ‘দি জাপান বাংলাদেশ’ হাসপাতালে ভর্তি করেন আসামিরা। পরে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক এস কে ঘোষ ৯ সেপ্টেম্বর রোগীর অপারেশন করেন। তিন দিন পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর রহিমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২ অক্টোবর আবার তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরীক্ষা-নিরীক্ষা শেষে ওসমানী মেডিকেলের চিকিৎসকরা জানান, জাপান বাংলাদেশ হাসপাতালের চিকিৎসক টিউমার অপারেশনের সময় রহিমার খাদ্যনালি, জরায়ু এবং বাঁ পাশের কিডনিও কেটে ফেলেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর মারা যান রহিমা।এ ঘটনায় করা মামলায় মঙ্গলবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান চিকিৎসক এস কে ঘোষ, দি জাপান বাংলাদেশ হাসপাতালের পরিচালক এ কে আরিফুল ইসলাম, আমীর আবেদীন ও ব্যবস্থাপক জনি আহমেদ। আদালত জামিন না দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন।

Leave A Reply

Your email address will not be published.