সেনাবাহিনীর হামলায় সুদানে মসজিদে নিহত ৩১

0
আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের কেন্দ্রীয় শহর ওয়াদ মাদানিতে একটি মসজিদে সেনাবাহিনীর বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছে। স্থানীয় অ্যাক্টিভিস্টদের একটি কমিটির বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ওয়াদ মাদানি রেজিস্টেন্স কমিটি যুদ্ধবিধ্বস্ত দেশজুড়ে সহায়তা সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবী গোষ্ঠীর মধ্যে একটি। তারা মঙ্গলবার সকালে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, খার্তুমের ঠিক দক্ষিণে অবস্থিত আলজাজিরা রাজ্যের রাজধানীতে রবিবার মাগরিবের নামাজের পর এই হামলা হয়েছিল।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সশস্ত্র বাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত এবং বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুত ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

এই দুটি বাহিনী মধ্য সুদানের কৃষিনির্ভর আলজাজিরা রাজ্যের দখল নিয়ে তীব্র লড়াইয়ে লিপ্ত রয়েছে, যা গত বছর থেকে আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

যুদ্ধের উভয় পক্ষই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে বেসামরিকদের লক্ষ্য করে হামলা, আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ এবং ত্রাণ আটকে রাখা বা লুটপাট করা। বিশেষভাবে আরএসএফের বিরুদ্ধে ব্যাপক লুটপাট ও এলাকায় অবরোধ সৃষ্টি করার অভিযোগ রয়েছে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.