সেনাপ্রধানের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0
অনলাইন ডেস্কঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেইফ আল-হামুদির নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে আমিরাতের প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ়করণ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারির ভূয়সী প্রশংসা করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.