- Advertisement -
সেখানে মজার ছলে কনটেন্টও তৈরি করেছেন নাঈম, শাবনাজ ও বাপ্পারাজ।নিজের ফেসবুকে শেয়ার করা নাঈমের এক ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে চড়ে এসে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাঈম মজা করে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ সঙ্গে সঙ্গে বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না, আমি বিশ্বাস করি না…!’