সীমান্ত হত্যাকাণ্ড: বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

0

ষ্টাফ রিপোর্টার : সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) পিঠ না দেখানোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৩ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি এই নির্দেশ দেন।

 

- Advertisement -

সাক্ষাৎকারে সাখাওয়াত হোসেন বলেন, “আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশের পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ধ্বংস করেছে। বিজিবির মতো একটি গুরুত্বপূর্ণ ফোর্সকেও তারা পিঠ দেখাতে বলেছে।”

 

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু নিয়ে তিনি আরও বলেন, “সীমান্তে আমাদের মানুষদের গুলি করে হত্যা করা হচ্ছে আর সরকার বিজিবিকে ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য করছে। তাই বিজিবিকে আমি আর পিঠ না দেখানোর নির্দেশ দিয়েছি।”

 

এছাড়া, শেখ হাসিনা সরকারকে দেশ ও দেশের বাইরে সর্বোচ্চ পর্যায়ের বিচারের আওতায় আনারও ঘোষণা দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অব. সাখাওয়াত হোসেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.