- Advertisement -
এর মধ্যে অধিনায়ক লিটনের সঙ্গে হৃদয়ের সিঙ্গেল রান নিয়ে ভুল বোঝাবুঝি হয়। ক্ষোভ ঝেড়ে পরের বলে বাজে শট খেলে সাজঘরে ফেরেন তিনি। যেন হৃদয় সিঙ্গেল না নেওয়ার কারণেই আউট হয়েছেন টি-২০ কাপ্তান। ওই ধাক্কা সামলে উঠতে পারেনি সফরকারীরা। ৭৭ রানে হারায় ৭ উইকেট। শামীম পাটোয়ারি (৭) ও রিশাদ হোসেন (১) ব্যর্থ হন।
হারের ব্যবধান কিছুটা সম্মানজনক করেছেন মেহেদী মিরাজ ও তানজিম সাকিব। এর মধ্যে শেখ মাহেদীর জায়গায় খেলা মিরাজ ১৭ বলে ২৩ রান করেন। তানজিম ৩১ বলে ৫০ রান করে আউট হন। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। ইনজুরির কারণে শরিফুল ৩ বল করেই মাঠ ছাড়ায় ব্যাটিং করতে পারেননি। এক ওভার থাকতেই তাই অলআউট খেলা হয় বাংলাদেশের নামের পাশে।