সিরিজ হারের বৃত্তেই রয়ে গেল বাংলাদেশ

0
ক্রীড়া ডেস্কঃ লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ। ২০১ রান তাড়া করতে নেমে ১৪৪ রানে থেমেছে তারা। হেরেছে ৫৭ রানের বড় ব্যবধানে। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ থাকতেই হাতছাড়া করেছে ফিল সিমন্সের দল।

- Advertisement -

দলীয় ১২ রানে সাইম আইয়ুবকে আউট করে। যদি তৃতীয় রান নিতে গিয়ে সতীর্থ শাহিবজাদা ফারহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েছেন ৪ রান করা আইয়ুব।তবে দ্বিতীয় উইকেটে ১০৩ রানের দারুণ এক জুটি গড়ে শুধু শুরুর ধাক্কাই কাটাননি শাহিবজাদা ও মোহাম্মদ হারিস, দলকে দুই শ রানের ওপরে স্কোর করার ভিতও গড়ে দিয়েছেন। হারিস ৪১ রানে বিদায় নিলেও ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন শাহিবজাদা।

ইনিংসটি সাজাতে অবশ্য তিনবার বাংলাদেশি ফিল্ডারদের সহায়তা পেয়েছেন। আর শেষ দিকে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২০১ রানের সংগ্রহ এনে দিয়েছেন হাসান নওয়াজ।

জবাব দিতে নেমে ওপেনার তানজিদ তামিম ভালো শুরু করেন। তিনি ৪.৩ ওভারে দলের ৪৬ রানে আউট হন। এর মধ্যে ১৯ বলে ৩৩ রান যোগ করেন। পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন। তিনি আউট হতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫৬ রানে ৫ উইকেট হয়ে যায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন লিটন দাস (৬), তাওহীদ হৃদয় (৫) ও জাকের আলী (০)।

এর মধ্যে অধিনায়ক লিটনের সঙ্গে হৃদয়ের সিঙ্গেল রান নিয়ে ভুল বোঝাবুঝি হয়। ক্ষোভ ঝেড়ে পরের বলে বাজে শট খেলে সাজঘরে ফেরেন তিনি। যেন হৃদয় সিঙ্গেল না নেওয়ার কারণেই আউট হয়েছেন টি-২০ কাপ্তান। ওই ধাক্কা সামলে উঠতে পারেনি সফরকারীরা। ৭৭ রানে হারায় ৭ উইকেট। শামীম পাটোয়ারি (৭) ও রিশাদ হোসেন (১) ব্যর্থ হন।

হারের ব্যবধান কিছুটা সম্মানজনক করেছেন মেহেদী মিরাজ ও তানজিম সাকিব। এর মধ্যে শেখ মাহেদীর জায়গায় খেলা মিরাজ ১৭ বলে ২৩ রান করেন। তানজিম ৩১ বলে ৫০ রান করে আউট হন। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। ইনজুরির কারণে শরিফুল ৩ বল করেই মাঠ ছাড়ায় ব্যাটিং করতে পারেননি। এক ওভার থাকতেই তাই অলআউট খেলা হয় বাংলাদেশের নামের পাশে।

- Advertisement -

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.