সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স (৫৫) বছর। তার গায়ের রঙ শ্যামলা, পরনে সাদা-কালো চেক লুঙ্গি ও গাঢ় নীল রংয়ের গেঞ্জি রয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুনর রশিদ মৃধা জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। তার মরদেহ উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তার স্বজনদের খোঁজ করা হচ্ছে।