ক্যারিয়ারে অসংখ্যবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন রুবেল। এমনকি একটি সিনেমার দৃশ্যে ইঁদুরকে পর্যন্ত কামড়ে ধরেছিলেন তিনি! সম্প্রতি স্টুডিওতে এসে সেই গল্পই শেয়ার করলেন।রুবেল বলেন, ‘একটা দৃশ্য ছিল, যেখানে আমাকে টর্চার করে একটা জিনিস বের করবে। যার জন্য মুখ বন্ধ করে হাত-পা বেঁধে ইঁদুরটা ছেড়ে দেবে আমার ওপর। যেন ইঁদুর আমার সারা শরীর, মুখটুখ কামড়ে ধরবে।যেন আমি কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে বেরিয়ে যেন তাদের সত্যটা বলে দিই।’
- Advertisement -