- Advertisement -
শুধু তাই নয়, দর্শকের চাপে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ডাউন হয়ে রয়েছে দুই ঘণ্টারও বেশি সময় ধরে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
এছাড়া শ্যামলী সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ হাসান সাংবাদিককে বলেন, আমরা বরবাদ চালাচ্ছি। আজ সকালের শোতে দর্শক একটু কম ছিল, এছাড়া বাকি সব শো হাউজফুল ছিল। আজকের আর কোনো শোয়ের টিকিটও নেই।
প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলে হলো বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জ্বীন ৩ ও অন্তরাত্মা।