ষ্টাফ রিপোর্টার/- মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ মো. শাহ আলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি।কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ জানান, তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার শাহ আলম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।