সালাউদ্দিন কুমার কে সভাপতি ও মাহমুদুল হাসান শাহীনকে সম্পাদক করে পিরোজপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

0

পিরোজপুর প্রতিনিধিঃ দীর্ঘ আট বছর পর পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে সালাউদ্দিন তালুকদার কুমার সভাপতি ও মাহমুদ হাসান শাহীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার ০৩ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি  মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

- Advertisement -

1000137626

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সহ-সভাপতি মাহাদি হাসান, লুৎফর রহমামান লিটন, এস এম ফেরদৌস,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, এবং সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, দপ্তর সম্পাদক খালিদ হাসান ও প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি।

বিজ্ঞপ্তিতে আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি  গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নতুন আংশিক কমিটির সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল পিরোজপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার জন্যই এ কমিটি দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা ও জেলা বিএনপির সাথে সমন্বয় করেই আমরা কাজ করে যাবো।’

এ দিকে আংশিক কমিটি ঘোষনার খবর পাওয়ার সাথে সাথেই শহরে এক আনন্দ মিছিল বের করে ছাত্রদলের নেতা কর্মীরা।  পরে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সাথে দেখা করে ফুলের শুভেচ্ছা জানান নব নির্বাচিত কমিটির সদস্যরা।

- Advertisement -

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.