আন্তর্জাতিক ডেস্ক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সার্বিয়া সফর বাতিল করা হয়েছে। বলকান দেশটির চারপাশের আকাশসীমা লাভরভের বিমানের জন্য বন্ধ করে দেওয়ায় তিনি সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।আলজাজিরা জানিয়েছে, রবিবার সার্বিয়ান দৈনিক ভেসারঞ্জে নভোস্তি এক প্রতিবেদনে বলেছে- লাভরভের বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিতে রাজি হয়নি উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া ও মন্টিনিগ্রো।ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, একটি কূটনৈতিক সূত্র সার্বিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেছে।তবে এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।সোমবার সার্বিয়ার রাজধানীতে লাভরভের পৌঁছানোর কথা থাকলেও, তিনি সেখানে উপস্থিত হতে পারেননি।