সার্বভৌমত্ব রক্ষায় বৃহত্তর রাজনৈতিক দলের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ——–ফিরোজ মোহাম্মদ লিটন

0
বিশেষ প্রতিবেদকঃ  অদ্য ১৭/১২/২০২৪ইং রোজ মঙ্গলবার বেলা ২ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপি ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে নগর সমন্বয়ক টিএম কামরুল হাসান হৃদয় এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ স্বাধীনতার পূর্ণ স্বাদ ভোগ করতে পারে নাই। সার্বভৌমত্ব বিরোধীদের কুদৃষ্টি বাংলাদেশের বিরুদ্ধে হায়নার মতো তাকিয়ে থাকে দেশের কিছু স্বার্থলোভী মহল ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ১৭ কোটি মানুষের মৌলিক অধিকার এর বিরুদ্ধে অবস্থান নেয়। যার জন্য বারবার জাতিকে দেশ বিরোধীদের বিরুদ্ধে লড়তে হয়।

- Advertisement -

বৃহত্তর রাজনৈতিক দলের নেতৃত্বে দেশ ও সার্বভৌমত্ব বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন জনগণই ক্ষমতার মালিক। গণরায়ে নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান ও সংস্কার করা হলে গণ রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।
প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব আহমেদুর রহমান বলেন ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর ৩০ লক্ষ প্রাণ বিসর্জন দিয়ে একটি মানচিত্র একটি স্বাধীন দেশ অর্জন করেছিলাম বারবার জনগণের রক্ত জীবন দানের জন্য নয় যারা বাইরের প্রভুদের খুশি করার জন্য। দেশ ও জনগণকে নিয়ে ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। তাই প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপিকে শক্তিশালী  সংগঠনে রূপান্তরিত করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত  তাহাবান জানান।
সভাপতির  বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ও মহানগর দক্ষিণের সমন্বয়ক টি এম কামরুল হাসান হৃদয় বলেন  প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি গণতন্ত্র ও মেহনতি মানুষের মুক্তির জন্য লড়াই করছে শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে যতদিন জনগণের পূর্ণ গণতান্ত্রিক অধিকার আদায় করতে না পারবো ততদিন আমরা ঘরে ফিরবো না।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এম.এ আরিফ, মাহফুজুর রহমান খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী, মহিলা নেত্রী নাজমা আক্তার, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম,  মো. দেলোয়ার হোসেন, মো. রাজু আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.