সাবেক সংসদ সদস্য ও ঢাকার ডেপুটি মেয়র মরহুম জাহাঙ্গীর মোঃ আদেল এর চতুর্থ সন্তান জুবায়েদ আহমেদ আদেলের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক
বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র জাহাঙ্গীর মোঃ আদেল এর চতুর্থ সন্তান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত, ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য জুবায়েদ আহমেদ আদেল গতকাল নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন”
- Advertisement -
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জুবায়েদ আহমেদ আদেল এর মৃত্যুতে গভীর
শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জনাব জি এম কাদের শোক বার্তায় বলেন, জুবায়েদ আহমেদ আদেল একজন জনদরদী, নিরহংকারী, সৎ,পরিচ্ছন্ন ও উন্নত মন-মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ছিলেন ঢাকার বিশিষ্ট বনেদি পরিবারের সন্তান ও উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তিনি জীবিত থাকা অবস্থায় সাধ্যমত নিজ এলাকা ও জনমানুষের খেদমতে নিয়োজিত ছিলেন। তাঁর মত মেধাবী জননেতার অভাব সহসা পূরণ হবার নয়। জনাব জিএম কাদের,মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, জুবায়েদ আহমেদ আদেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মৃত্যুকালে জুবায়েদ আহমেদ আদেল স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে,ভাই,বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের লাশ দেশে আসার পর জানাযার স্থান ও সময় পরিবারের পক্ষ থেকে সকলকে জানিয়ে দেয়া হবে।