সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

0

বিশেষ প্রতিবেদকঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচারী সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রীর নামে থাকা সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, জাহিদ আহসান রাসেলের নামে মোট পাঁচ কোটি ৭৪ লাখ পাঁচ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। উক্ত সম্পদ অর্জনে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় দুই কোটি আট লাখ ৪৩ হাজার ২০ টাকা। এক্ষেত্রে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় তিন কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা, যার কোনো গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি, যা তিনি অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে অর্জন করেছেন।

এছাড়া, জাহিদ আহসান রাসেলের পাঁচটি ব্যাংক হিসাবে সন্দেহজনক আট কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৯০৮ টাকা জমা ও আট কোটি ৬৩ লাখ নয় হাজার ৯১৬ টাকাসহ মোট ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকা উত্তোলন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এতে করে জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় কমিশন কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট জাহিদ আহসান রাসেলের সম্পদ, আয়-ব্যয়, দায়-দেনা ও ব্যাংক হিসাবের তথ্য অভিযোগ সংশ্লিষ্ট জাহিদ আহসান রাসেলের স্ত্রী তাহেরা খাদিজার নামে ৪৮ লাখ ২৫ হাজার ৯৭৮ টাক মূল্যের সম্পদ পাওয়া যায়। এ সময়ে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৩১ লাখ ৫৩ হাজার ২৭৬ টাকা এবং পারিবারিক অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ২৭ লাখ ৮৮ হাজার ৪৭৮ টাকা। এক্ষেত্রে নিট আয়/সঞ্চয়ের চেয়ে ২০ লাখ ৩৬ হাজার ৫২২ টাকা সম্পদ বেশি পাওয়া যায়। এর কোনো গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি, এতে করে তার প্রতি দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.