বিশেষ প্রতিবেদকঃ সাতক্ষীরা কলারোয়া থানা এলাকা হতে একটি ওয়ান শুটার গান এবং এক কেজি আটশত গ্রাম গাঁজাসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করে।
গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রিঃ র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প জানতে পারে যে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন বাকসা এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র সরবরাহের জন্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন কেড়াগাছি ইউনিয়নের বাকসা মাঠ সংলগ্ন ইটের দেয়াল বেষ্টিত টোং ঘর এলাকায় অভিযান চালিয়ে রাত ৮ ঘটিকার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী মোজাম্মেল হক মোড়ল এর পুত্র নাজমুল মোড়লকে গ্রেফতার করে।
এ সময় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীকালে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে আসামী ঘরের ভিতরে খাটের নিচ হতে একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতরে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান এবং এক কেজি আটশত গ্রাম (১.৮ কেজি) গাঁজা নিজ হাতে বাহির করিয়া দেয়। পরবর্তীতে, ০১টি ওয়ান শুটার গান ও এক কেজি আটশত গ্রাম (১.৮ কেজি) গাঁজা সাক্ষীদের উপস্স্থিতিতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী অস্ত্রধারী সন্ত্রাসী এবং পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে অস্ত্র ও মাদক স্বল্প মূল্যে সংগ্রহ করে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত অস্ত্র এবং গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Prev Post