বিশেষ প্রতিনিধি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এ আওয়ামী লীগ নেতা গত দুই দিন ধরে অনেকটা স্বাভাবিক কথাবার্তা বলতে পারছেন। সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহাদাব আকবর কালের কণ্ঠকে এমনটা জানিয়েছেন।সাজেদা চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে শাহাদাব আকবর কালের কণ্ঠকে বলেন, গত ৬ সেপ্টেম্বর ওনার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল।
কিন্তু এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ওনি কথাবার্তা বলছেন, বাসায় ফিরতে চাইছেন। তবে চিকিৎসকরা ওনাকে পর্যবেক্ষণে রেখেছেন।গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তার অবস্থার ভালোর দিকে থাকায় গত ৫ সেপ্টেম্বর চিকিৎসকরা ওনাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু হঠাৎই সেদিন তার শারীরিক অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে স্বাভাবিক জ্ঞানেও ছিলেন না তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর প্রবীণ এ নেতা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।