ষ্টাফ রিপোর্টার/- আইসিটি ব্যবহারের মাধ্যমে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এতে সহজেই জনগণের কাছে তথ্য পৌঁছে যাচ্ছে।আজ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে বাংলাদেশ । আর তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বলেছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
রোববার সন্ধ্যায় জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অনলাইন নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ ডটকমের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উন্নয়নের সঠিক তথ্য তৃণমূলে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্পিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এ সময় স্পিকার কেক কেটে নিউজ টু নারায়ণগঞ্জ ডট কমের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
স্পিকার বলেন, প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টালও বাংলাদেশের উন্নয়নের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে।নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম অনলাইন পোর্টালের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান অফিসার এ কে এম শামীম চৌধুরী এবং টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রমুখ।
তিনি আরও বলেন, বিশ্বায়নের যুগে একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারছে। জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থায় নিজেকে তথ্যে সমৃদ্ধ রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।