বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা সংসদে ও রাজপথে আওয়ামী লীগের সকল অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। প্রতিটি অন্যায় ও জুলুমের প্রতিবাদ করেছি। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মাঠে ছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে রংপুরে আমাদের নেতা-কর্মীরা হামলা ও মামলার শিকার হয়েছে। গ্রেফতার হয়ে জেল খেটেছে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ২ জন নেতা শহীদ হয়েছেন। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছে। বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অবদান অস্বীকার করতে চাচ্ছে। বর্তমান সরকার গোষ্ঠী স্বার্থে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করেছে। কোনো বিষয়ে আমাদের মতামত গ্রহণ করা হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়ভাবে আমাদের সভা, সমাবেশ ও মিছিলের ন্যায় স্বাভাবিক রাজনীতিতে বাঁধা দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানী করা হচ্ছে। আজ দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
- Advertisement -
