ষ্টাফ রিপোর্টার/- আবরার হত্যাকাণ্ড জাতিকে মর্মাহত করেছে। এক আবরারের বিনিময়ে শত আবরার জন্ম নেবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার।
শনিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ এবং সরকার দুর্নীতিতে ডুবে গেছে। তারা দুর্নীতির ফাঁদে পড়ে গেছে। সরকারের পতন এখন সময়ের ব্যাপার। কারণ এ ধরনের সরকার টিকতে পারে না।’
আবরার হত্যাকাণ্ড জাতিকে মর্মাহত করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এক আবরারের বিনিময়ে শত আবরার জন্ম নেবে।’
সদ্য সম্পন্ন সকল চুক্তি সব ভারতের পক্ষে মন্তব্য করে মওদুদ বলেন, ‘ফেনী নদীর পানি, বন্দর, রাডার- এসব চুক্তি সব ভারতের পক্ষে। দেশের মানুষ জানে প্রধানমন্ত্রী ভারতে গিয়ে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে এসেছেন। আনতে পারেননি কিছুই।’
তিনি বলেন, ‘দুই কোটি টাকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। জি কে শামীমের থেকে ২০০ কোটি টাকা পাওয়া গেছে। সম্রাটকে আটক করেছেন, তাকে মেডিকেলে রেখেছেন। সমগ্র সরকার তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। আর খালেদা জিয়া, তাকে পিজি হাসপাতালে আনতেই এক বছরের বেশি সময় লেগে গেল।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এসহসানুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ বক্তৃতা করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মওদুদ বলেন, ‘আজ আন্দোলনের সময়। প্রস্তুতি গ্রহণ করুন। এ অবৈধ সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া যায় না। এজন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। জাতীয় ঐক্য সৃষ্টি করে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’