ফারুকী বলেন, ‘ইসলামি সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় মৌলবাদী, জামায়াত-শিবির আখ্যা দেওয়া হতো।তিনি বলেন, অতীতে দেশটা পরিকল্পিতভাবে দুইভাবে ভাগ করা হয়েছিল। বাংলাদেশ সবার। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না। গান, বাজনা ও নাচকে সংস্কৃতি মনে করা হতো।এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে, সেটিকে আমলে নেওয়া হতো না।’
এ সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে পুলিশ ছিল না। কিন্তু বড় কোনো আইনশৃঙ্খলার অবনতি হয়নি। তাই সময় দিতে হবে। ভুল হলে ধরিয়ে দিতে হবে।’
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর ফলে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
এর প্রায় তিনমাস পর ফারুকীকে উপদেষ্টা করায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়। এসবে কান না দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এ উপদেষ্টা।