ষ্টাফ রিপোর্টার/- মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ দল ঘোষণা দেয় ক্যাসিনো-দুর্নীতি বিরোধীসহ সব অভিযানে আমৃত্যু পাশে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী ওলামা লীগ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে শিশু-কিশোর পর্নোগ্রাফিতে ভয়ঙ্করভাবে আসক্ত। সারা দেশে হাজার হাজার সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের অস্তিত্ব ধরা পড়ছে। মারাত্মকহারে বেড়ে চলছে খুন-ধর্ষণ। অন্যদিকে দুর্নীতি, জুয়ায় সারা দেশ সয়লাব। পাশাপাশি দায়িত্বহীনতা ভেজাল, মজুতদারি, অনিয়ম আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত দেশ ও জনগণ। অথচ সিংহভাগ মুসলমানের দেশে এমনটি হওয়ার কথা ছিল না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মুহম্মদ আব্দুস সাত্তার, সহ সভাপতি- মাওলানা মুহম্মদ শোয়েব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল জলিল, দফতর সম্পাদক মুজিবুর রহমান আল মাদানী প্রমুখ।
তারা বলেন, দেশে বর্তমানে ক্যাসিনো বা দুর্নীতি দমনসহ যেসব অভিযান পরিচালিত হচ্ছে এ বিষয়ে বর্তমান সরকার অবশ্যই প্রশংসার দাবিদার। এটা যুগান্তকারী সিদ্ধান্ত। এ বিষয়ে আওয়ামী ওলামা লীগ আমৃত্যু পাশে থাকবে।