সবাই মিলে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো, ভোলায় ডিআইজি মনজুর মোর্শেদ

0
ভোলা প্রতিনিধিঃ বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোর্শেদ আলম বলেছেন, আমরা সবাই মিলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ, বিভাজন মুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো। এসময় তিনি বাংলাদেশ পুলিশ, সাংবাদিক, সুধীজন এবং জনগণ সবাই মিলে একসাথে করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।বৃহস্পতিবার সকালে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মনজুর মোর্শেদ এসব কথা বলেন।ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শরীফ, ভোলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশীদ, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক আহাদ চৌধুরী তুহিন, সদস্য সচিব আফজাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.