জামালপুরপ্রতিনিধি/- স্বাধীনতাবিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযুদ্ধের তালিকায় থাকতে পারবে না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তাদেরকে বাদ দিয়েই তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে। বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ক্যাসিনো মার্কা যুবলীগ দরকার নাই। শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ চাই আমরা। টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ক্যাসিনো ব্যবসায়ীরা যুবলীগের কেউ হতে পারে না।
রোববার বিকেলে জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মাদ বাকী বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান প্রমুখ।