দিনাজপুর প্রতিনিধি ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল হক ছুটু জানান, দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে বর্তমানে নিবন্ধিত রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজারের অধিক। বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষা করতে আসা ব্যক্তিদের মধ্যে প্রতিদিন এই হাসপাতালে ২৪ থেকে ৩০ জন রোগী শনাক্ত হয়।আইডিএফ’র ২০২২ সালের হিসেব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া গবেষক দলের তথ্যমতে বাংলাদেশের ৬২ শতাংশ মানুষ জানে না তাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস রোগী আক্রান্তের সংখ্যা বৃদ্ধির গতি দেখে অনুমান করা হচ্ছে দেশে আগামী ২০৪৫ সালে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াবে ২ কোটি ২০ লাখ। দেশে প্রতি ৩ জনে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী অন্ধত্বের ঝুঁকিতে রয়েছে এবং প্রতি ১০০ জনের মধ্যে ৬০ জন ডায়াবেটিস জনিত রোগী জটিলতায় আক্রান্ত হচ্ছেন।
জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ বিষয়ক চর্চা করলেই ডায়াবেটিসের মহামারি থেকে মানুষকে বাঁচানো সম্ভব। এ রোগ থেকে মানুষকে বাঁচাতেই প্রতিবছর জনসচেতনতামূলক নানান কর্মকাণ্ডের মধ্যে এ দিবস উদযাপন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুর র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে। কর্মসূচিগুলোতে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য মো. মকসেদ আলী মঙ্গলিয়া, আবু বকর সিদ্দিক, মো. মোফাজ্জল হোসেন, মো. জামিরুল ইসলাম জুয়েল, ড. মো. লিয়াকত আলী ও আজীবন সদস্য মীর তৌহিদুল ইসলাম প্রমুখ।