খেলাধুলা ডেস্ক গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশের মেয়েরা। স্বাধীনতার ৫০ বছর পূরণে দেশের ক্রীড়াঙ্গনে এটিই ছিল সেরা অর্জন। এর প্রেক্ষিতেই বয়সভিত্তিক এই নারী দলকে আগামীকাল (রবিবার) সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নারী দলের পাশাপাশি সংবর্ধনা পাবে জাতীয় পুরুষ ফুটবল দলও।
২০২০ সালে ঢাকায় মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে হারায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেন জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচ ২-০ গোলে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হয় গোলশূন্য ড্র। এই সিরিজ জয়ের ফলে প্রধানমন্ত্রীর তরফ থেকে পুরুষ দলও সম্মাননা পেতে যাচ্ছে।দেশের সিনিয়র নারী দল ও বয়সভিত্তিক জাতীয় দল প্রায়ই আন্তর্জাতিক পর্যায়ে সফলতা এনে দেয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে এর আগেও সংবর্ধনা পেয়েছে তারা। অবশ্য জাতীয় পুরুষ দলের সফলতার হার খুবই কম। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। তবে এই সংবর্ধনা আগামীতে ভালো করার অনুপ্রেরণা জোগাতে পারে।