LastNews24.com
At last news on first everyday everytime

শ্রীলঙ্কায় নৈশ্যভোজের দাওয়াতে নারী ক্রিকেটাররা

0

খেলাধুলা ডেস্ক  শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সে দেশে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার কলোম্বোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নৈশ্যভোজের দাওয়াতে যান নারী ক্রিকেটাররা। শুক্রবার (৫ মে) বাংলাদেশ দূতাবাসে নৈশ্যভোজের দাওয়াতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে পুরো দলের ছবি পোস্ট করে জাহানারা লিখেন, ‘কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে নৈশভোজের আমন্ত্রণ ছিল।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হারে বাংলাদেশের মেয়েরা। ৯ মে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দু’দল।

Leave A Reply

Your email address will not be published.