শ্রমিকনেতা জালাল গাজীর অকাল মৃত্যুতে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের শোক প্রকাশ।

0

বিশেষ প্রতিবেদকঃ  আজ ৪ মার্চ ২০২৫ মঙ্গলবার অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শ্রমিক নেতা জালাল গাজী (৫৮) নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় মৃত্যুবরণ করেন। শ্রমিক নেতার মৃত্যুতে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি শ্রমিকনেতা মোঃ শরিফুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন শেখ এক যুক্ত বিবৃতিতে, গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিকনেতা জালাল গাজীর মৃত্যুতে শ্রমিক শ্রেণী হারালো একজন দৃঢ়চেতা, সৎ, যোগ্য এবং ত্যাগী শ্রমিক নেতাকে। তার মৃত্যুর শোককে শক্তিতে পরিনত করে, আগামী দিনে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম অগ্রসর করে জালাল গাজীর অসমাপ্ত দায়িত্ব সম্পন্ন করতে হবে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.