নিজস্ব প্রতিবেদকঃ দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার উজ্জল দূত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মদিনে প্রয়াত কবির বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় কবির জন্মদিন উপলক্ষে দেয়া আজ এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রয়াত কবির স্বজন, ভক্ত-অনুরাগী এবং নজরুল গবেষকদের প্রতিও অভিনন্দন জানিয়েছেন।
- Advertisement -
জাতীয় কবির জন্মদিন উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্বল্প কর্মজীবনে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও একই সঙ্গে সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন নিঁপুণ দক্ষতায়। তিনি সাহিত্যের প্রতিটি শাখা অনুপম সৃষ্টিতে উজ্জল করেছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় কবির জন্মদিন উপলক্ষে দেয়া বাণীতে আরো বলেন, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে নজরুল ছিলেন ধুমকেতুর মত। শোষণ-বঞ্চনা বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের মশাল জে¦লেছিলেন নজরুল। তিনি সাহসিকতার আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছিলেন আমাদের জন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রাম ও বিদ্রোহে বাঙালীর চিরকালের অনুপ্রেণা হয়ে আছেন কাজী নজরুল ইসলাম। জাতীয় কবির জন্মদিনে মানুষে মানুষে সমতা ও অধিকার আদায় এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের শপথ নিতে দেশবাসীর প্রতি আহবানও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান