শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

0
শেরপুর প্রতিনিধি ঃ শেরপুরে মডেল গার্লস ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সরোয়ার এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো. সাখাওয়াত হোসন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, মামুনুর রশিদ পলাশ,  শাফিনাজ শিফা, তোফায়েল আলম দোলন, আজিজা আক্তার, মিতালি বাগচি, মোখলেছুর রহমান মুকুল, গোলাম মাহবুব কাকন, মাহমুদুল মজিব, সোহেলি আক্তার ও আবু হানিফ প্রমুখ।বক্তারা মুহাম্মদ (সা.) এর জীবনী, ইসলাম, নারীর অধিকার ও ইসলামে ভিন্ন ধর্মের অধিকার নিয়ে বক্তব্য দেন। আলোচনা সভার শেষে মহানবীর (সা.) জীবন ও কর্মের উপর কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয় হয়। সবশেষে কলেজের শিক্ষার্থীরা হামদ ও নাত পরিবেশন করেন।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.