ঢাবি প্রতিবেদক: শেখ হাসিনার পতনে শোকরানা জানিয়ে গণসেজদা ও দ্রোহের গান কর্মসূচি পালন করেছে ছাত্র ও নাগরিক সমাজের একটি অংশ। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ইনকিলাব মঞ্চের’ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কাওয়ালী পরিবেশন করা হয় এবং সম্মিলিতভাবে সেজদার কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা বিভিন্ন দ্রোহ গানের পরিবেশন করেন, যেমন: “ধনধান্য পুষ্প ভরা”, “কারার ঐ লৌহ কপাট”, “চল চল চল”, “মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম” ইত্যাদি। গানের পর উপস্থিত ছাত্র-জনতা দুটি সেজদা আদায় করেন।
লেখক লতিফুল ইসলাম শিবলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আহমাদ আতাউল্লাহ সালমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আতাউল্লাহ সালমান বলেন, “দীর্ঘ এক সংগ্রামের পর আমরা নতুন করে স্বাধীনতা এনেছি। শাহবাগ এখানে একটি উদাহরণ, যেখানে মুসলিমরা নামাজ পড়তে পারবে এবং হিন্দুরা পূজা দিতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা। সেই জায়গা থেকেই আমরা গণসেজদার প্রোগ্রামটি আয়োজন করেছি।”
তিনি আরও যোগ করেন, “আমরা আধিপত্যের চাপ অনেকদিন ধরে ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান বা কোনো দেশের চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি নই। আমরা ইনকিলাবের মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।”