- Advertisement -
তবে আগামী মঙ্গলবার সন্ধ্যার পর বা বুধবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা এখনো রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা।
শাহীনুল ইসলাম জানান, ২৫ ডিসেম্বরের পর সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জেলার ওপর দিয়ে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।এ ছাড়া এবার জানুয়ারি মাসে শীতের তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে বলেও জানান তিনি। শৈত্যপ্রবাহও বিস্তৃত পরিসরে হতে পারে জানুয়ারিতে।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৪ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।